হাতিয়ায় অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে গড়ে তোলা একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রাম এলাকার ওই ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাজহারুল ইসলাম চৌধুরী হাতিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে আরএফএফ ইটভাটার মালিক জাহাজমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটি. এম সিরাজ উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়ে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আজ দুপুরে জাহাজ মারা ইউনিয়নের কাটাখালী আরএফএফ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটায় ইট তৈরিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইসেন্স না থাকা, জ্বালানী কাঠ ব্যবহার করা, সঠিক পরিমাপের চিমনি ব্যবহার না করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং অবৈধ ইটভাটায় ইট তৈরি বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Comments