১০ দল নিয়ে আইপিএল: বিসিসিআই সভায় অনুমোদন

Kane Williamson-IPL
ফাইল ছবি: এএফপি

ভারতের অনেক স্থানীয় প্রতিভা আইপিএলে দল পেতে ভুগেন। দল পেলেও জায়গা হয় না একাদশে। বিশ্বের অনেক তারকাদেরও শেষ মুহূর্তে গিয়ে হতে হয় বিফল। চাহিদা, বাজার আর যথেষ্ট খেলোয়াড়ের যোগান দেখে ১০ দলের আইপিএলের চিন্তা ছিল অনেকদিনের। এবার তা বাস্তবে রূপ পেতে যাচ্ছে।

বৃহস্পতিবার আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র বার্ষিক সভায় অনুমোদন দেওয়া হয়েছে ১০ দলের আইপিএলের। তবে সময় স্বল্পতায় এখনি তা বাস্তবায়ন হচ্ছে না। অর্থাৎ ২০২১ সালের আইপিএলও হবে ৮ দল নিয়ে।

২০২২ সাল থেকে বেড়ে যাবে আরও দুই দল। এর আগেও অবশ্য ১০ দল নিয়ে আইপিএল হয়েছিল। ২০১১ সালের আসরে খেলে ১০ দল। ২০১২ ও ২০১৩ সালের আইপিএলে খেলেছিল ৯ দল। তবে বাকি সবগুলো আসরেই খেলেছে ৮ দল।

দল সংখ্যা বাড়ায় বাড়ছে ম্যাচ। সম্প্রচার সত্ত্ব থেকে আয়ও বাড়ছে বিসিসিআইর।

বিসিসিআই’র সভায় অলিম্পিকে ক্রিকেট নিয়েও আলোচনা হয়েছে। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট রাখতে চেষ্টা চালাচ্ছে আইসিসি। কীভাবে তা হবে আইসিসির কাছে তা আরও বিস্তারিত জানতে চাইবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ড।

এছাড়াও এই সভায় ২০২১ সালের টি-টোয়েণ্টি বিশ্বকাপের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে। ভারতের ৮ শহরে হতে পারে বিশ্বকাপের সব ম্যাচ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago