এমপিএল চ্যাম্পিয়ন্স ময়মনসিংহ রাইডার্স

প্রথমবারের মতো আয়োজিত ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) টুর্নামেন্টে শিরোপা জিতেছে ময়মনসিংহ রাইডার্স। ১০০ বলে এ টুর্নামেন্টে ময়মনসিংহ থান্ডার্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলে দলটি।

ময়মনসিংহ সার্কিট হাউসে আজ শুক্রবার ফাইনালে থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়েছে রাইডার্স। এদিন টস জিতে প্রথমে থান্ডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে নয় উইকেট হারিয়ে ১১৬ রান তোলে থান্ডার্স। জবাবে ১০ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় রাইডার্স।

ময়মনসিংহ রাইডার্সের রনি নির্বাচিত হন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচে তিনটি উইকেট নিয়ে সেরা নির্বাচিত হন তিনি। আর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন থান্ডার্সের শুভাগত হোম চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ বলের এ টুর্নামেন্টটি ওয়াল্টনের পৃষ্ঠপোষকতায় আয়োজন করে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) সাবেক ক্রিকেটারদের একটি ফোরাম।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে ছিল শত শত জনতার ভিড়। দুটি গ্রুপে বিভক্ত ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। অন্য দলগুলি হল- ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স এবং ময়মনসিংহ ঈগলস।

জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, ইলিয়াস সানা, শুভগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, আকবর আলী, সৈকত আলী, পারভেজ হোসেন ইমন, নাসির হোসেন, আজমির আহমেদ, তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয় ফাইনালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জাতীয় ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও ফাইনাল ম্যাচটি উপভোগ করেছেন। প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, র‍্যাব-১৮ এর অধিনায়ক কর্নেল ইফতেখার উদ্দিন, এমএমসির সভাপতি দিলীপ পান্ডিয়া, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে.

এর আগে সোমবার আবাসন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন।

Comments

The Daily Star  | English

Tax-free income limit may rise to Tk 3.75 lakh

The government is planning a series of measures in the upcoming national budget to alleviate the tax pressure on individuals and businesses, including raising the tax-free income threshold and relaxing certain compliance requirements.

11h ago