প্রবাস

পারিবারিকভাবে নববর্ষ পালনের আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর

করোনা মহামারিকালে পারিবারিকভাবে নববর্ষ পালনের আহবান জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রী ইয়োশিহিদে সুগা।
জাপানের প্রধান মন্ত্রী ইয়োশিহিদে সুগা। ছবি: রয়টার্স

করোনা মহামারিকালে পারিবারিকভাবে নববর্ষ পালনের আহবান জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রী ইয়োশিহিদে সুগা।

আজ শুক্রবার নিজ কার্যালয়ে ডাকা বছরের শেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুগা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুগা জরুরি অবস্থা ঘোষণা বা লকডাউনের সকল সম্ভাবনা নাকচ করে দেন।

সুগা জানান, তার সরকার রেস্তোরাঁ ব্যবসায়ের সময়সীমা কমাতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে।

একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অমি বলেন, ‘গত এপ্রিল মাসে দেশে সর্বশেষ করোনার কারণে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা আর এখন প্রয়োজন নেই। কারণ, তখন করোনা মোকাবিলায় একেবারেই অনভিজ্ঞ ছিলাম আমরা। এখন আমরা করোনার গতিবিধি সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল। আমাদের দরকার সচেতনতা। এর কোনো বিকল্প নেই।’

করোনা মোকাবেলায় সহযোগিতার জন্য জাপানি জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে নববর্ষে সকলকে স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব ঘরে অবস্থান করে করোনা সংক্রমণ থেকে নিজেকে সুস্থ রেখে ও অন্যকে সুস্থ থাকার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার জাপান জুড়ে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা পূর্বের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যায়। জাপানে এদিন শনাক্তের সংখ্যা ছিল তিন হাজার ৭১৬ জন। যা, এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক। রাজধানী টোকিওতেও একইভাবে রেকর্ড ৮৮৮ জন শনাক্ত হয়েছে।

[email protected]

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

12m ago