জাপানে যুক্তরাজ্যফেরত ৫ জনের দেহে করোনার নতুন স্ট্রেইন
যুক্তরাজ্য থেকে জাপানে আসা পাঁচ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া গেছে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।
বিমানবন্দরে করোনা শনাক্তের পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। তাদের নমুনা বিশ্লেষণ করে যুক্তরাজ্যে সম্প্রতি পাওয়া নতুন স্ট্রেইনের ভাইরাস থাকতে দেখা গেছে।
তারা আক্রান্ত হলেন কীভাবে এবং তাদের সংস্পর্শে কেউ গেছেন কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
জাপানে আজ শুক্রবার রেকর্ড তিন হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। টোকিওতে শনাক্ত হয়েছে ৮৮৪ জনের। একদিনে আক্রান্তের হিসেবে টোকিওতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবার টোকিওতে সর্বোচ্চ ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়।
আজ সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ছুটির সময়ে করোনার বিস্তার রোধে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
Comments