করোনাভাইরাস

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ১৭ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৭ লাখের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় আট কোটি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে চার কোটি মানুষ।
কিউবার বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১৫ নভেম্বর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৭ লাখের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় আট কোটি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে চার কোটি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির আজ সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ৯৮ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ১৭ লাখ ৫০ হাজার ৫৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৪৭৫ জন এবং মারা গেছেন তিন লাখ ৩০ হাজার ২৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৩২ লাখ ৭০ হাজার ৫৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০ জন, মারা গেছেন এক লাখ ৯০ হাজার ৪৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৫ লাখ ১২ হাজার ৭১৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি এক লাখ ৪৬ হাজার ৮৪৫ জন, মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৯৭ লাখ ১৭ হাজার ৮৩৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২১ হাজার ৮৩৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ২৩ হাজার ৯১৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৬০ জন, মারা গেছেন চার হাজার ৭৭০ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৩৩০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ সাত হাজার ২৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৩৯৮ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

15m ago