বুমরাহ, অশ্বিনের তোপে দুশোর আগেই শেষ অস্ট্রেলিয়া

ছবি: বিসিসিআই টুইটার

অ্যাডিলেড বিপর্যয়ের পর ভারত কি তবে ঘুরে দাঁড়াল? ম্যাচের অনেকটাই বাকি। ব্যাটিং বাকি ভারতের। তবে বোলিং দিয়ে আপাতত ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে আজিঙ্কা রাহানের দল। বলা ভালো দারুণ বোলিংয়ে দলকে সেই রসদ যোগান দিয়েছেন জাসপ্রিট বুমরাহ আর রবীচন্দ্রন অশ্বিন। এই দুজনের তোপে দুশোর আগেই অলআউট অস্ট্রেলিয়া।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আগে ব্যাটিং বেছেও মাত্র ১৯৫ রানে শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। ৩৫ রানে ৩ উইকেট গেছে অশ্বিনের পকেটে। অভিষিক্ত মোহাম্মদ সিরাজও নিয়েছেন ৪০ রানে ২ উইকেট।

বাকি দিনে ১১ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল ভারত। শূন্য রানে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট হারালেও তাতে ১ উইকেটে ৩৬ রান নিয়েছে তারা। অভিষিক্ত শুভমান গিল ৪ রানে জীবন পেয়ে অপরাজিত আছেন ২৮ রানে, ৭ রান নিয়ে খেলছেন চেতশ্বর পূজারা। 

দিনের পঞ্চম ওভারেই ওপেনার জো বার্নসকে তুলে নেন বুমরাহ। কোন রান না করেই উইকেটের পেছনে ক্যাচ দেন বার্নস। এরপর অফ স্পিনে জোড়া আঘাত হানেন অশ্বিন। ম্যাথু ওয়েড তার বলে চাপ সরিয়ে পেটাতে গিয়ে তুলে নেন সহজ ক্যাচ।

স্টিভেন স্মিথকে নাচিয়ে ছেড়ে যেন ফেরান অশ্বিন। আগের টেস্টেও স্মিথকে আউট করেছিলেন তিনি। এবারও স্মিথের ব্যাটের কানায় গলে ক্যাচ যায় লেগ স্লিপে। কোন রান করতে পারেননি অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান। 

৩৮ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে। ট্রেভিস হেডকে নিয়ে দলকে ভরসা দিচ্ছিলেন মারনাশ লাবুশানে। ৮৬ রানের জুটির পর ব্রেক থ্রু আনেন সেই বুমরাহ। পরের স্পেলে ফিরে আউট করেন হেডকে। গালিতে হেডের নিচু ক্যাচ দারুন দক্ষতায় হাতে জমান রাহানে।

ছন্দে থাকা লাবুশানে ফিরেছেন বাজে শটে। সিরাজের লেগ স্টাম্পের উপর বল ফ্লিকের মতো শট খেলে ক্যাচ দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। ১৩২ বলে তার ৪৮ রানই দলের সর্বোচ্চ।

সিরাজ পরে এলবিডব্লিউর শিকার বানা ক্যামেরন গ্রিনকেও। আগের ম্যাচে এমন পরিস্থিতিতে যার ব্যাট হয়েছিল চওড়া। সেই অধিনায়ক টিম পেইন এবার কিছু করতে পারেননি। তিনি স্বীকার অশ্বিনের স্পিন ভেল্কির।

পরে মিচেল স্টার্ক, ন্যাথান লায়নকে ফিরিয়ে বুমরাহ নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

(প্রথম দিন শেষে)
 
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৭২.৩ ওভারে ১৯৫ (বার্নস ০, ওয়েড ৩০, লাবুশানে ৪৮, স্মিথ ০, হেড ৩৮, গ্রিন ১২, পেইন ১৩, কামিন্স ৯, স্টার্ক ৭, লায়ন ২০, হ্যাজেলউড ৪* ; বুমরাহ ৪/৫৬, উমেশ ০/৩৯, অশ্বিন ৩/৩৫, জাদেজা ১/১৫, সিরাজ ২/৪০) 
ভারত প্রথম ইনিংস: ১১ ওভারে ৩৬/১ (আগারওয়াল ০, গিল ২৮*, পুজারা ৭*; স্টার্ক ১/১৪, কামিন্স ০/১৪, হেইজেলউড ০/২, লায়ন ০/৬)

 

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago