নববর্ষের ছুটির আগে টোকিওতে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত
টোকিওতে আজ শনিবার রেকর্ড ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজনের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দ্য জাপান টাইমস।
দ্য জাপান টাইমস জানায়, টোকিওতে দু’জনের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এনএইচকের দেওয়া তথ্য মতে, তাদের মধ্যে একজন পাইলট, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছিলেন।
রয়টার্স জানায়, জাপানের নববর্ষের ছুটির আগে রাজধানীতে সংক্রমণ বেড়েছে। যখন সাধারণত মানুষ রাজধানী থেকে দেশটির বিভিন্ন প্রদেশের দিকে যায়।
জাপানে গতকাল যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের মধ্যে প্রথম একজনের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়।
আজ নিপ্পন টিভি জানায়, যুক্তরাষ্ট্র থেকে জাপানে আসা একজনের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এছাড়া একটি পরিবারের এক সদস্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। যা বিমানবন্দরের বাইরে প্রথম শনাক্তের ঘটনা।
স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টোকিওর পরিবহন কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জাপানের নাগরিকদের ঘরে থাকতে এবং সামাজিক সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন।
Comments