চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে দুই শ্রমিক নিহত
চট্টগ্রামের কোতোয়ালির জুবিলি রোড এলাকায় দেয়াল ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সালাউদ্দিন (২০) ও মো. শুক্কুর (১৮)। তারা কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকায় ভাড়া থাকত।
সালাউদ্দিন ঘটনাস্থলে এবং শুক্কুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক আল ইমরান।
তিনি বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ের পাশেই একটি খোলা জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। স্থানটি গির্জার মাঠ নামে স্থানীয়দের কাছে পরিচিত। দুপুর ১২ টার দিকে দেয়ালটি ভেঙে পড়ে শ্রমিকদের ওপর।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Comments