নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা সিরিজও শেষ শাদাবের

ছবি: এএফপি

বাম পায়ের ঊরুতে চোট পেয়েছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামা হয়নি শাদাব খানের। পরে জানা গেছে, পাকিস্তানের এই লেগ স্পিনারের চোট বেশ গুরুতর। ফলে নিউজিল্যান্ড সফর তো তার শেষ হয়েছেই, নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজেও খেলতে পারবেন না তিনি।

ঊরুর চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন শাদাব। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে পারেননি শাদাব। সেসময় তার কুঁচকিতে চোট ধরা পড়েছিল। তবে এমআরআই স্ক্যানের পর সালিম জানিয়েছেন, এবারের চোটটি সম্পূর্ণ নতুন। শাদাবকে অবশ্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না। তিনি নিউজিল্যান্ডেই দলের সঙ্গে থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

ক্রাইস্টচার্চে আগামী ৩ জানুয়ারি শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মিসবাহ উল হকের শিষ্যরা। সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল। আগামী ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজটি।

পাকিস্তানের জন্য দুঃসংবাদ রয়েছে আরও। বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়া ইমাম উল হকেরও নিউজিল্যান্ড সফর শেষ। আগামীকাল রবিবার দেশে ফিরে যাবেন এই ওপেনিং ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন তিনি।

পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজম অনুশীলনে চোট পেয়েছিলেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেন শাদাব। তিনিও চোটে পড়ায় মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়কত্ব করছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

আশার খবর হলো, সেরে উঠছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর। এরই মধ্যে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টে তিনি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

Comments

The Daily Star  | English

Court to deliver verdict on Magura child rape, murder case May 17

Judge M Zahid Hasan of the Magura Women and Children Repression Prevention Tribunal passed the order

Now