চাটমোহরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
পাবনার চাটমোহর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় সাংবাদিককে আটক করেছে ডিবি পুলিশ। চাটমোহর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন চাটমোহর থেকে প্রকাশিত ‘সময় অসময়’ পত্রিকার সম্পাদক এবং চাটমোহর রিপোর্টাস ইউনিটির সভাপতি। এছাড়াও তিনি চাটমোহর উপজেলা ব্যাবসায়ি সমিতিরও সভাপতি।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চাটমোহর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং বর্তমান কাউন্সিলর রাজ আলি বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে পাবনার চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বেলাল হোসেন স্বপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পাবনা ডিবি পুলিশের একটি দল আজ বেলাল হোসেন স্বপনকে চাটমোহর থেকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে তদন্ত চলছে।’
গ্রেপ্তারকৃত সাংবাদিককে রোববার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
চাটমোহর থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন স্বপন গতকাল তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর রাজ আলিকে নিয়ে নারীঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর রাজ আলি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
যোগাযোগ করা হলে, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সম্প্রতি একটি উড়ো চিঠি নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন। এতে সন্মানহানি হওয়ায় কাউন্সিলর রাজ আলি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি আমা পর্যবেক্ষণ করছি।’
বেলাল হোসেন স্বপন তার ফেসবুক থেকে পোস্টটি সড়িয়ে নিয়েছেন বলেও জানান তিনি।
Comments