আইসিইউতে জিনাত বরকতুল্লাহ

খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।
ছবিতে স্বামীর সঙ্গে জিনাত বরকতুল্লাহ। ছবি: সংগৃহীত

খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘জিনাত বরকতুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

জিনাত বরকতুল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তিনি করোনায় আক্রান্ত নন।

জিনাত বরকতুল্লাহর স্বামী টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ চলতি বছরের ৩ আগস্ট  রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Comments

The Daily Star  | English

Govt to import 1.8 lakh tonnes MoP from Russia in FY24

The government has signed a deal to import 1.80 lakh tonnes of Muriate of Potash (MoP) from Russia in the 2023-24 fiscal year

42m ago