‘ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না’

মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন বিষয়ক ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক মোহাম্মদ জামিল খান। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের মধ্যে ক্রাইম রিপোর্টাররা হলো পুলিশের আয়না, তাদের প্রতিবেদনের মধ্য দিয়ে পুলিশের প্রতিচ্ছবি উঠে আসে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব) সেরা প্রতিবেদন পুরস্কার-২০১৯ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্রাইম রিপোর্টাররা পুলিশের নেতিবাচক-ইতিবাচক সব বিষয় তাদের প্রতিবেদনের মধ্যে তুলে ধরেন। এতে আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো জানতে পারি। এছাড়াও পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক ও ভালো কাজগুলো তুলে ধরেন। এর জন্যই ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না।’

পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) নুরে আলম মীনা বলেন, আমরা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজ করি। আমাদের ভুল ত্রুটি হয়। পুলিশের নিজস্ব বিভাগের কোন মাধ্যম নেই, আপনারা প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার মাধ্যমে গণ মানুষের কাছে আমাদের কর্মকাণ্ড তুলে ধরেন। পুলিশের ইতিবাচক দিক নিয়েও সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ক্র্যাব সেরা প্রতিবেদন পুরস্কার-২০১৯ মনোনীত আট জনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। যারা পুরস্কার পেয়েছেন—অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর হুজায়ফা মুহাম্মদ (আহমেদ জায়িফ)। অনুসন্ধানী প্রতিবেদন-২ ( টেলিভিশন/রোডিও) যৌথ ভাবে দুই জন পুরস্কার পেয়েছেন সময় টিভির খান মুহাম্মদ রুমেল ও এনটিভির সফিক শাহীন। মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) দ্য ডেইলি স্টারের জামিল খান। নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের জামিল খান এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-২ (টেলিভিশন/রেডিও) দীপ্ত টিভির আসিফ জামান সুমিত। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-১ ( টেলিভিশন/রেডিও) বাংলাভিশনের দিপন দেওয়ান। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন (আখতারুজ্জামান লাবলু স্মৃতি পদক) পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি।

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) নুরে আলম মিয়া ক্র্যাবের সহসভাপতি মোরসালীন বাবলা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ ক্র্যাবের সকল সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

46m ago