চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, লাফিয়ে পড়ে কলেজছাত্রী আহত

সুনামগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সিলেটে বোনের বাড়ি থেকে সুনামগঞ্জ ফিরছিলেন তিনি। সুজানগর এলাকায় পৌঁছালে বাসের চালক ও তার সহকারী ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। বাস থেকে লাফিয়ে পড়ে তিনি মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। পথচারীরা প্রথমে তাকে দিরাই উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

আহত কলেজছাত্রীর দুলা ভাই দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমিই ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের বাসে তুলে দিয়েছিলাম। সন্ধ্যার দিকে বাসটি দিরাই বাসস্ট্যান্ডে পৌছানোর আগেই খালি হয়ে যায়। সেই সুযোগ নেওয়ার চেষ্টা করেন বাসের চালক ও তার সহকারী। পথচারীরা বাসস্ট্যান্ডে বাসটি আটক করলেও তারা দুজন পালিয়ে যান। তবে পুলিশের কাছে তাদের ছবি দেওয়া হয়েছে।’

রাতেই হাসপাতালে আসেন সিলেট জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত মুকুল। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই ন্যাক্কারজনক। মানুষ এমনিতেই আমাদের সম্পর্কে বিরূপ ধারণা রাখে, এখন সে ধারণা আরও খারাপ হবে। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ওই তরুণীর পরিবারের পাশে থাকতে চাই।’

আশরাফুল ইসলাম আরও বলেন, ‘আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

31m ago