শীর্ষ খবর

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় আহত সেই বাসচালকের মৃত্যু

জয়পুরহাটের সদর উপজলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে আহত বাসচালক মামুনুর রশিদ মারা গেছেন। শনিবার বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জয়পুরহাটের পুরানাপৈল রেলগট এলাকায় গত ১৯ ডিসেম্বর বাস-ট্রেন সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ছবি: প্রথম আলোর সৌজন্যে

জয়পুরহাটের সদর উপজলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে আহত বাসচালক মামুনুর রশিদ মারা গেছেন। শনিবার বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামুনুর রশিদ জয়পুরহাট সদর উপজলার হারাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গত ১৯ ডিসেম্বর সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ১২ জন।

গুরুতর আহত মামুনুরকে ফায়ার সার্ভিসের কর্মীরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ৮ দিন অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন বলে জানিয়েছেন মামুনুরের স্ত্রী সুমি বেগম।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর আলী জানান, মামুনুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন-

ট্রেনের ধাক্কায় ‍দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত ১০

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

39m ago