৬ দফা দাবি না মানলে বুধবার থেকে পাবনায় পরিবহন ধর্মঘট

রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ছবি: সংগৃহীত

পাবনা জেলার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে গত চার দিন ধরে ঢাকা-পাবনার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। বিকল্প পথ দিয়ে কিছু গাড়ি চললেও ঢাকা-পাবনার মধ্যে সড়ক যোগাযোগ কার্যত প্রায় আচল হয়ে পড়েছে। 

বার বার চেষ্টা করেও কোনো সমঝোতায় না আসতে পেরে পাবনা জেলার পরিবহন মালিক, শ্রমিকসহ সব সংগঠন এক হয়ে সমস্যা সমাধানে ছয় দফা দাবি উপস্থাপন করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। ছয় দফা দাবি মানা না হলে বুধবার থেকে পাবনায় পরিবহন ধর্মঘট শুরু হবে বলে রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দেন। 

উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। 

তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই দীর্ঘ তিন চার বছর ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিকরা পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যে মারধর করে আসছে। এ ছাড়া, শাহজাদপুরের ওপর দিয়ে বাস-ট্রাক চলাচলে বাধা সৃষ্টি এবং পাবনার মালিক-শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো ফল পায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা এর স্থায়ী সমাধান চাই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি মানা না হলে বুধবার ভোর থেকে পাবনা জেলার সব রুটে সব ধরনের যানবাহন ধর্মঘট শুরু হবে।’

আজ পাবনা থেকে ঢাকাগামী বাস কোচ ধর্মঘটের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। ধর্মঘটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। শুক্রবার রাতে এবং শনিবার সকালে পাবনার বাস মালিক ও শ্রমিকরা দফায় দফায় বৈঠক করেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

সংবাদ সম্মেলনে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলেন, দাবি মানা না হলে পাবনার পরিবহন ধর্মঘট থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের মোটর মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে আরও বড় ধরনের কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

Comments

The Daily Star  | English
enforced disappearance in Bangladesh

Enforced disappearance: Anti-terror law abused most to frame victims

The fallen Sheikh Hasina government abused the Anti-Terrorism Act, 2009 the most to prosecute victims of enforced disappearance, found the commission investigating enforced disappearances.

8h ago