মুক্তিযোদ্ধাকে হারিয়ে নকআউট পর্বে এক পা মোহামেডানের

ছবি: বাফুফে

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে বড় হারে আসর শুরু করেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কা ছিল এ আসরের ১০ বারের চ্যাম্পিয়নদের। তবে দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপের শেষ আটে প্রায় এক পা দিয়ে রেখেছে দলটি।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে হারিয়েছে মোহামেডান। মোহামেডানের হয়ে জোড়া গোল দিয়েছেন আবিওলা নুরাত। একটি করে গোল পান হাবিবুর রহমান সোহাগ ও আতিকুজ্জামান। মুক্তিযোদ্ধার হয়ে একমাত্র গোলটি করেন আকবারালি খোলদারোভ।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহামেডান। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। প্রায় ২০ গজ দূর থেকে অসাধারণ এক বাঁকানো ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন হাবিবুর রহমান সোহাগ।

৬৮তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। মোহামেডানের এক খেলোয়াড়ের ভুল পাসে বল পেয়ে যান মুক্তিযোদ্ধার আকবারালি খোলদারোভ। উজবেকিস্তানের এই ফরোয়ার্ডের বাড়ানো বল বেকামেঙ্গের পা ঘুরে আসে সুজন মিয়ার কাছে। তার ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান খোলদারোভ।

সাত মিনিট পরই ফের এগিয়ে যায় মোহামেডান। কর্নার থেকে উড়ে আসা বল ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি খোলদারোভ। নাগাতার হেডের পর গোলমুখে থাকা আতিকুজ্জামান আরও একটি হেড দিয়ে বল জালে পাঠালে ফের পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা।

৮০তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় মোহামেডান। বাঁ প্রান্ত থেকে সজীবের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আবিওলা নুরাত। তিন মিনিট পর সজীবের সঙ্গে বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে ব্যবধান ৪-১ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো মোহামেডান। আবাহনীর পয়েন্টও ৩। তবে এক ম্যাচ কম খেলেছে তারা। গ্রুপের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে বুধবার মাঠে নামছে দলটি। মুক্তিযোদ্ধাকে নকআউট পর্ব নিশ্চিত করতে হলে বড় ব্যবধানে জয় পেতে হবে। ড্র হলেও বিদায় নেবে দলটি।

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

29m ago