বিমানে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যোগ নেবে সংসদীয় কমিটি

ছবি: সংগৃহীত

প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিনামূল্যে বহনের সুবিধা পুনরায় চালুর চেষ্টা করবে সংসদীয় কমিটি।

বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় অসহায় প্রবাসীদের জন্য এ সুযোগ অব্যাহত রাখা জরুরি বলে আমরা মনে করি।’

চট্টগ্রামে নিজ বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওমান প্রবাসী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রবাসীর মরদেহ বিনামূল্যে বহন সুবিধা পুনরায় চালুর দাবি জানান।

এছাড়া তারা ওয়েজ আর্নাস বন্ডের বিনিয়োগের ঊর্ধ্বসীমা এক কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা,  ওমান ও লেবাননে সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধিত অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের দেশে ফিরতে স্বল্পমূল্যে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থাসহ করোনাকালে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে সহযোগিতা কামনা করেন।

তারা বলেন, ‘উদ্ভূত সমস্যাগুলো নিয়ে প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ, অভিমান, হতাশা বিরাজ করছে। যা প্রবাসীদের কল্যাণে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া যুগান্তকারী অনেক উদ্যোগও ম্লান করে দিচ্ছে বলে আমাদের ধারণা। তাই বিশেষ বিবেচনায় এসব বিষয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিয়ে রেমিটেন্সযোদ্ধো প্রবাসীদের সকল হতাশা দূর করার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স। বর্তমানে করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত আছে। যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। কাজেই তাদের এসব সমস্যা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো উদ্যোগী হবেন বলে আমার বিশ্বাস।’

বৈঠকে এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহসভাপতি সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, দপ্তর সম্পাদক জসীম উদ্দিন এবং  সদস্য তৌহিদুল আলম ছাড়াও কাতারের বাংলাদেশ কমিউনিটির (বিসিকিউ) সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ, চট্টগ্রাম সমিতির ওমানের অর্থ সম্পাদক নাসির মাহমুদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল আলম উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago