পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করা, তার গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
ভাঙচুর করা জেলা নির্বাচন কর্মকর্তার গাড়িটি। ছবি: সংগৃহীত

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করা, তার গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে সকালে আনুমানিক ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকিয়া হোসেনের সমর্থকরা। পরবর্তীতে ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে লাঞ্ছিত করা হয়।

নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামাতপাড়া আলা নুরুল আলা নূর কামিল মাদ্রাসা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মাঠে কাজ করছেন। ইতোমধ্যে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।’

Comments