সৌদিতে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়লেও বিদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন
করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের প্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে সৌদি আরবের নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে, দেশটি থেকে বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।
সৌদি আরবিয়ান এয়ারলাইনসের ঢাকা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের প্রবেশ ঠেকাতে গত ২১ ডিসেম্বর থেকে ঢাকাসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
সর্বশেষ আজ দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জিএসিএ জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এয়ারলাইনগুলো সৌদি আরবে থাকা বিদেশি নাগরিকদের নিজ দেশে নিয়ে যেতে পারবে। তবে, অন্য কোনো যাত্রী সৌদি আরবে আনা যাবে না।
‘সৌদি আরবে থাকা বিদেশি নাগরিকদের তাদের দেশে নিয়ে যেতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে, তাদের কোনো ক্রু মেম্বার এয়ারক্রাফট ত্যাগ করতে পারবে না এবং যে বিমানন্দরে যাবে, সেখানে নামতে পারবে না’, বলেছে জিএসিএ।
গত ২১ ডিসেম্বররের ঘোষণার পর বাংলাদেশ বিমানও জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে। যার পরিপ্রেক্ষিতে আবারও অনিশ্চয়তার পড়ে দেশটিতে থাকা বাংলাদেশি শ্রমিকরা।
আরও পড়ুন:
Comments