টাঙ্গাইলে ট্রাক-‌মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ৩

Tangail_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মোটরসাই‌কে‌লের সংঘ‌র্ষে তিন তরুণ নিহত হ‌য়ে‌ছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দি‌কে ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের উপ‌জেলার সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন— ভুঞাপুর উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের মো. র‌শিদ (১৫), মুন্না (২০) ও সৌরভ (১৫)।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক চিকিৎসা কর্মকর্তা ডা. রা‌জিব চৌধুরী পাল জানান, সড়ক দুর্ঘটনার আহত দুই জন‌কে হাসপাতা‌লে আনা হয়। এরম‌ধ্যে হাসপাতা‌লে আনার আগেই র‌শিদ না‌মে এক তরুণের মৃত্যু হয়। অপরজন‌কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নোর পর সেখানে তার মৃত্যু হয়।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হো‌সেন ব‌লেন, ‘ফ্রেশ কোম্পানির এক‌টি ট্রা‌ক ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর আস‌লে বিপরীত থে‌কে আসা এক‌টি ‌মোটরসাই‌কে‌লের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই একজনের মৃত্যু হয়। হাসপাতা‌লে নেওয়ার পর আরও দুই জন মারা যান।’

Comments