উত্তর বারেন্টস সাগরে রাশিয়ান ট্রলারডুবি, ১৭ জনের মৃত্যুর আশঙ্কা
উত্তর বারেন্টস সাগরে একটি রাশিয়ান মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ সোমবার নোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জের উপকূলে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা ট্রলারের ১৯ জন সদস্যের মধ্যে মাত্র দুজনকে উদ্ধার করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রলারে বরফ জমে যাওয়ার কারণে এটি ডুবে গেছে।
সূত্রের বরাত দিয়ে তাস জানায়, নিখোঁজ নাবিকদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Comments