তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে আবারও পাওয়া গেল বোমা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় মুক্তিযুদ্ধকালের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখান থেকে চারটি জেনারেল পারসাস (জিপি) বোমা উদ্ধার করা হলো। প্রত্যেকটির ওজনই ২৫০ কেজি।
আজ সোমবার আরও একটি বোমা উদ্ধারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।
তিনি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
বোমা বিশেষজ্ঞদের ধারণা, আগে পাওয়া বোমাগুলোর মতো আজকে পাওয়া বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে, একই টার্মিনালের মাটি খুঁড়তে গিয়ে গত ৯, ১৪ ও ১৯ ডিসেম্বর আরও তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন:
শাহজালালে তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল ২৫০ কেজি ওজনের বোমা
তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল আরও একটি বোমা
নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটির নিচে আরও একটি বোমা পাওয়া গেল
Comments