যারা পাহাড়ের উন্নয়ন চায় না, তারাই শান্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
যারা পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন চাই না, তারাই পার্বত্য এলাকায় শান্তি বিনষ্টের করার ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
আজ সোমবার সকালে তিন দিনব্যাপী মাউন্টেন সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ী অঞ্চলে উন্নয়নের ছোঁয়া দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। যে কারণে পাহাড়ের চিত্র পুরোপুরি বদলে গেছে। তার প্রধান কারণ হচ্ছে পার্বত্য অঞ্চল নিয়ে সরকার বেশি মনোযোগী। শান্তি চুক্তির ফলে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে। যা বিগত কোনো সরকার তা করতে পারেনি।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির সাজেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় তিন দিনের মাউন্টেন সাইক্লিং প্রতিযোগিতা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, তিনটি পার্বত্য জেলা পরিষদ, সেনা, বিজিবি এবং তিনটি জেলা প্রশাসনের সহায়তায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, খাগড়াছড়ি সংসদ সদস্য এবং উপজাতি শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি সেনা রিজনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগীরা রাঙ্গামাটির সাজেক থেকে খাগড়াছড়ি রাস্তা দিয়ে বান্দরবানের থানচি পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করবেন। এ প্রতিযোগিতাটি ৩০ ডিসেম্বর বান্দরবানের থানচিতে শেষ হবে। এতে প্রায় ১০০ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। তার মধ্য তিন পার্বত্য জেলা থেকে ৪৫ জন প্রতিযোগী এবং দেশের অন্যান্য এলাকা থেকে ৫৫ জন।
Comments