বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, যুবকের মরদেহ উদ্ধার
বেনাপোলে দূর্গাপুর গ্রামে আল আমিন হোসেন নয়ন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আল আমিন হোসেন নয়ন দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে নয়নকে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডের এনজিও কর্মী হিসেবে কাজ করতেন। ভোররাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।
Comments