ডা. সাবরিনার ভুয়া কোভিড-১৯ সনদ মামলায় হাইকোর্টে জামিন আবেদন
ভুয়া কোভিড-১৯ সনদ দেওয়ার অভিযোগে মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
আজ সোমবার সাবরিনার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল জামিন আবেদনের বিষয়ে হাইকোর্ট শুনানি করতে পারেন। তবে, জামিন আবেদনে উল্লেখ করা কারণগুলো জানাতে তিনি রাজি হননি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সাবরিনা আরিফ চৌধুরী দীর্ঘদিন কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার কথা উল্লেখ করে জামিন চেয়েছেন।
এর আগে, গত ২০ জুলাই ঢাকার একটি আদালত এ মামলায় সাবরিনার জামিন নামঞ্জুর করেন।
চলতি বছরের ১২ জুলাই পুলিশ সাবরিনাকে গ্রেপ্তার করে। তার আগে জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ও সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
২৩ জুন জেকেজি হেলথ কেয়ার থেকে ভুয়া কোভিড-১৯ সনদ দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় মামলা করা হয়।
ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ১২ জুলাই ড. সাবরিনা আরিফ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে।
২৪ জুন ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে ডা. সাবরিনার স্বামী আরিফুল ও আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments