বৃহস্পতিবার থেকে শুরু রোমানা-জাহানারাদের অনুশীলন ক্যাম্প
আগামী বৃহস্পতিবার (০৩ জানুয়ারি, ২০২১) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এ ক্যাম্পকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রায় এক মাস ব্যাপী চলবে নারীদের ফিটনেস ও স্কিল অনুশীলন। অনুশীলনের মাঝেই নিজেদের মধ্যে পাঁচটি অনুশীলন ম্যাচও খেলবে রোমানা-জাহানারারা। সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে চলবে এ অনুশীলন পর্ব।
তবে অনুশীলন ক্যাম্প শুরুর আগে বুধবার (০২ জানুয়ারি, ২০২১) নারীদের কোভিড-১৯ পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকা এবং সিলেট দুই জায়গাতেই এ পরীক্ষা নেওয়া হবে। এরপর দিন সিলেটের উদ্দেশ্যে রঅনা দেবে ঢাকায় থাকা ক্রিকেটাররা।
প্রথম তিন দিন হবে ফিটনেস নিয়ে অনুশীলন। এরপর নেটে অনুশীলন শুরু করবে নারিরা। ১৬ জানুয়ারি হবে প্রথম প্রস্তুতি ম্যাচ। বাকি চারটি ম্যাচ হবে ১৮, ২৪, ২৭ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি। শেষ ম্যাচের পর দিন ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা।
প্রাথমিক স্কোয়াড:
সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রোমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ঋতু মনি, খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শোভানা মুস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।
Comments