মাদক মামলার আসামি ৩ শিক্ষার্থীকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার নির্দেশ আদালতের

ফেনীর একটি আদালত মাদক মামলার আসামি তিন শিক্ষার্থীকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বই দুটি পড়ার নির্দেশ দিয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর একটি আদালত মাদক মামলার আসামি তিন শিক্ষার্থীকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বই দুটি পড়ার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে ওই তিন শিক্ষার্থীকে নয় শর্তে এক বছর বাড়ীতে থাকার প্রবেশন (সাজা) আদেশ দেন আদালত।

এই শর্তগুলো হলো- মাদক সেবন, পরিবহন, বিক্রয়, ধূমপান না করা, মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, মুক্তিযুদ্ধের ছবি দেখা ও মানুষকে অনুপ্রেরণা দেওয়া, নিজ নিজ বাড়িতে ফলজ ও বনজ গাছ লাগানো, নিয়মিত লেখাপড়া করা ইত্যাদি।

আজ ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন একটি মাদক মামলায় ১৮ থেকে ১৯ বছর বয়সী তিন শিক্ষার্থীকে এ প্রবেশন আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিজিবি সদস্যরা তাদের মাদকসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় ফুলগাজী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে বিজিবি।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে তাদের তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৭ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠনকালে তিন আসামি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করেন।

পরবর্তীতে আদালতের নির্দেশে ফুলগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রাক দণ্ডাদেশ প্রতিবেদন দাখিল করে প্রবেশনের সুপারিশ করেন।

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls demanded

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

4h ago