নির্বাচনে কারচুপির অভিযোগে ধামরাইয়ে বিক্ষোভ
ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ করছে এক কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকরা। তবে, রাত নয়টার দিকে বিজিবি বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
এর আগে, সোমবার ভোট শেষ বিকাল ৫টার দিকে ৮নং ওয়ার্ডের ইসলামপুর হাফিজুল ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নির্বাচনী কর্মকর্তাসহ বিজিবি-পুলিশ সদস্যরা আটকা পড়ে।
তখন বিক্ষোভকারীরা দাবি করেন, ফলাফল কারচুপি করা হয়েছে। ফলাফল সংশোধন না করলে কাউকেই যেতে দেওয়া হবে না এবং সড়কও ছেড়ে দেওয়া হবে না।
বিক্ষোভকারী একজনের অভিযোগ, এ কেন্দ্রের ফলাফল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে। এ কেন্দ্র থেকে কোনো রেজাল্ট জানানো হচ্ছে না।
আরেক বিক্ষোভকারী জানান, একটু আগে জেনেছি ২৭৫ ভোটে পানির বোতল প্রতীক এগিয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ এসে আমাদের উপজেলা থেকে রেজাল্ট নিতে বলে। প্রত্যেকটি কেন্দ্রের রেজাল্ট কেন্দ্রেই দেওয়া হয়েছে, কেনো আমাদের দেওয়া হবে না৷ ফলাফল ছাড়া আমরা সড়ক ছাড়বো না৷
এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের ইসলামপুর হাফিজুল ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান খান বলেন, ভোট গ্রহণ শেষে ফলাফল গণনা করে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কেন্দ্রে মো. সহিদুল্লাহ উট পাখি মার্কায় ৬৮৯ ভোট সর্বোচ্চ পেয়েছেন এবং পানির বোতল প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৯৫ ভোট। তাদের কে রেজাল্ট জানানো হয়েছে তবুও তারা মিথ্যা অভিযোগ এনে বিক্ষোভ করছেন।
Comments