দু প্লেসির ১ রানের আক্ষেপের পর বিপদে শ্রীলঙ্কা

Faf du Plessis
ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা টুইটার

লেগ স্পিনার ওয়েইন্দু হাসারাঙ্গার বলে মিড অন ক্যাচ যেতেই মাথায় হাত দিয়ে বসে পড়ার দশা ফাফ দু প্লেসি। দুর্দান্ত ম্যারাথন এক ইনিংসের গায়ে যে লেগে গেল বিশাল আক্ষেপের ক্ষত! মাত্র ১ রানের জন্য পাওয়া হলো না ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তবে তার এই ইনিংসে ঠিকই সেঞ্চুরিয়ন টেস্ট হাতের মুঠোয় চলে এসেছে দক্ষিণ আফ্রিকার।

সোমবার তৃতীয় দিন ছিল পুরোটাই স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৬২১ রানের পাহাড়ে চড়ে ২২৫ রানের বিশাল লিড নিয়ে ফেলেছে প্রোটিয়ারা। জবাবে ২ উইকেটে ৬৫ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

আগের দিনের ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে নেমে টেম্বা বাভুমা-দু প্লেসি। ১৭৯ রানের বড় জুটির পর ৭১ রান করে ফিরে যান বাভুমা। এরপর ভিয়ান মুল্ডারকে নিয়ে গড়ে উঠে দু প্লেসির আরেক জুটি। ৬ষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ৭৭ রান। যার ৩৬ রান মুল্ডারের। ততক্ষণে সেঞ্চুরি তুলে অনেক এগিয়ে গেছেন দু প্লেসি।

ম্যারাথন ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে তিনি পেয়ে যান কেশব মহারাজকে। এই জুটি দলের রান পাঁচশো পর ছয়শোও ছাড়িয়ে নিয়ে যায়। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে দেড়শো পেরিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগুতে থাকেন দু প্লেসি।

একদম কিনারে গিয়েই ওই ভুল তার। দু প্লেসি ১৯৯ রান আউট হলে ভাঙ্গে মহারাজের সঙ্গে ১৩৩ রানের জুটি। এরপর দ্রুতই বাকি উইকেটগুলো হারিয়ে ফেলে স্বাগতিকরা।

বিশাল বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা তৃতীয় ওভারেই হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। লুঙ্গি এমগিদির বলে বোল্ড হয়ে যান তিনি। পঞ্চম ওভারে আবার আঘাত এনদিগির। তিনে নামা কুশল মেন্ডিস তার বলে কোন রান না করেই তুলে দেন ক্যাচ। ২২ রানে ২ উইকেট হারানোর পর দিনের বাকিটা জুটি বেধে পার করেছেন কুশল পেরেরা আর দীনেশ চান্দিমাল।

ম্যাচে ফেরা বহুদূর। ইনিংস হার এড়াতেই বাকি ৮ উইকেট নিয়ে ১৬০ রান করতে হবে লঙ্কানদের।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

2h ago