ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত
যুক্তরাজ্যফেরত ছয় ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, করোনার নতুন স্ট্রেইনে আক্রান্তদের মধ্যে তিন জন বেঙ্গালুরু, দুই জন হায়দ্রাবাদ ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।
এ ছাড়াও, ওই ছয় জনের সহযাত্রী, পরিবারের সদস্য ও সংস্পর্শে যারা গিয়েছিলেন, তাদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরও করোনা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এনডিটিভি জানায়, ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয় জনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেন আবিষ্কারের পর এখন পর্যন্ত ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।
নতুন স্ট্রেইন শনাক্তের পর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ভারত।
আরও পড়ুন:
লন্ডন থেকে দিল্লি ফেরা ৬ জনের করোনা শনাক্ত
অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসের নতুন স্ট্রেইন, আক্রান্ত ২
নতুন স্ট্রেইনের কাছাকাছি ভাইরাস দেশে আগে থেকেই আছে: বিসিএসআইআর
করোনার নতুন স্ট্রেইন: করছি কী, করণীয় কী
যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন ‘আরও দ্রুত ছড়ায়’, বড়দিনে কঠোর সতর্কতা
Comments