সাউদির মাইলফলকের দিনে বিশাল রান তাড়ায় বিপদে পাকিস্তান

মাউন্ট মাঙ্গুনুই টেস্টের চতুর্থ দিনে শেষে জেতার রাস্তা অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছে নিউজিল্যান্ড
tim southee
টেস্টে ৩০০তম উইকেট নেওয়ার পর সাউদির উদযাপন: ব্ল্যাকক্যাপস টুইটার

বিশাল লিড হাতে থাকায় দ্বিতীয় ইনিংসে ঝটপট রান তুলে ইনিংস ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের জন্য স্বাভাবিক। তারা করলও তা। ম্যাচ জিততে বিশাল লক্ষ্য পেয়ে নেমেই টপ অর্ডার ধসে গেল পাকিস্তানের। পাকিস্তানের ইনিংসে জোড়া আঘাত দিয়ে টেস্টে ৩০০তম উইকেট নিলেন টিম সাউদি।  শেষ দিনে পাকিস্তানের সামনে তাই ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ।

মাউন্ট মাঙ্গুনুই টেস্টের চতুর্থ দিনে শেষে জেতার রাস্তা অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছে নিউজিল্যান্ড। ৩৭৩ রানের লক্ষ্যে ৩ উইকেটে ৭১ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

চরম বিপর্যয়ের মধ্যে নেমে আজহার আলি (৩৪) আর ফাওয়াদ আলম (২১) দিচ্ছেন ভরসা।

এর আগে দ্বিতীয় ইনিংসে কিউইদের ভালো শুরু আনেন দুই ওপেনার। শতরানের জুটিতে ফিফটি করেন দুজনেই। ৬৪ করা টম ব্ল্যান্ডেলকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন মোহাম্মদ আব্বাস। নাসিম শাহর পেসে ৫৩ করে ফেরেন টম ল্যাথাম।

ইনিংস ঘোষণার পরিকল্পনায় এরপর দ্রুত রান আনার অ্যাপ্রোচ নিয়েছিল তারা। তাতে উইকেটও পড়েছে দ্রুত। কেইন উইলিয়ামসন থিতু হয়ে ফিরে যান। হেনরি নিকোলস, বিজে ওয়েটলিংরাও টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০ রান তুলেই ইনিংস ছেড়ে দেয় তারা।

নিউজিল্যান্ডের মাঠে চতুর্থ ইনিংসে রেকর্ড রান তাড়ার চাপ নিয়ে খেলতে নেমেই চোখে সর্ষে ফুল দেখেন পাকিস্তানের দুই ওপেনার। স্কোরবোর্ডে কোন রান আসার আগেই বিদায় নেন তারা। দ্বিতীয় ওভারেই আবিদ আলিকে উইকেটের পেছনে ক্যাচ বানান ট্রেন্ট বোল্ট। পরের ওভারে শান মাসুদ ক্যাচ দেন টিম সাউদির বলে।

হারিস সোহেলকে নিয়ে এরপর বেশ কিছুটা সময় পার করে দিয়েছিলেন আজহার আলি। পরের স্পেলে ফিরে সাউদি ছেঁটে ফেলেন হারিসকে। স্যার রিচার্ড হ্যাডলির পর টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় পেসার হিসেবে তিনি নেন ৩০০ উইকেট। 

৩৭ রানে ৩ উইকেট হারানোর পরিস্থিতিতে থেকে হাল ধরেন আজহার-ফাওয়াদ। ৩৪ রানের জুটিতে দিনের বাকি ২০ ওভার টিকে যান তারা।

ম্যাচ জিততে শেষ দিনের উইকেটে পাকিস্তানকে হাতে থাকা ৭ উইকেট নিয়ে করতে হবে আরও ৩০২ রান। ম্যাচ বাঁচাতে খেলতে হবে পুরো দিন। টেস্ট ক্রিকেটের বাস্তবতায় তাদের সামনে পরিস্থিতি তাই ভীষণ প্রতিকূল।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago