গুলশানে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
রাজধানীর গুলশান এলাকায় কোকাকোলা মোড়ে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মজনু মিয়ার শ্যালক নয়ন মিয়া জানান, তাদের বাড়ি শেরপুরের সদর উপজেলায়। মজনুর বাবার নাম সালু মিয়া। গত রাতে মজনু শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় এসেছিলেন। কোকাকোলা মোড়ে ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়।
মিরাজ আকন আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’
Comments