মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’। আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে পানামার পতাকাবাহী জাহাজটি মাতারবাড়িতে পৌঁছে।
বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গত ২২ শে ডিসেম্বর ইন্দেনেশিয়ার পেলভূবন সিলেগন বন্দর থেকে জাহাজটি মাতারবাড়ির উদ্দেশে রওনা হয়। আজ সকালে জাহাজটি মাতারবাড়িতে এসে পৌঁছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হার্বার মাস্টার ক্যাপ্টেন আতাউল সিদ্দিকী বলেন, আজ বিদেশি পতাকাবাহী ভেনাস ট্রাইয়াম্প জাহাজটি মাতারবাড়ি বন্দরে আসার মধ্য দিয়ে বন্দরের যাত্রা শুরু হলো।
Comments