হালুয়াঘাট সীমান্তে বিজিবি’র গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে থিদিয়ান মোমিন (৪৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।’
মাহমুদুল হাসান আরও বলেন, ‘আজ ভোররাত সোয়া ৪টার দিকে বিজিবি’র একটি টহল দল সূর্যপুর সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের ধাওয়া দেয়। তাদের ছুড়ে মারা ধারালো অস্ত্রের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। সে সময় বিজিবি সদস্যরা গুলি চালালে থিদিয়ান মোমিন নামে এক ভারতীয় নাগরিক নিহত হন। তবে বাকিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ২৬০ পিস ইয়াবা, ১২ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
সূর্যপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার ওবায়েদুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Comments