বয়স ১১ না হলেও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে: হাইকোর্ট

এগারো বছরের কম বয়সী শিক্ষার্থীরা দেশের সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছেন। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রতীকী ছবি

এগারো বছরের কম বয়সী শিক্ষার্থীরা দেশের সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছেন। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না, সরকারের এমন বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট।

এ ছাড়া, ওই বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, একটি রুল জারি করে সরকারের কাছে চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যাও চেয়েছেন আদালত। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ চলবে।

একই সঙ্গে হাইকোর্ট ইন্টারনেট ও সার্ভার সমস্যা বিবেচনায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইনে ভর্তির জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা সাত কার্যদিবস বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আয়েশা খানম নামে এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মিজানুর রহমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব আদেশ ও রুল জারি করেন।

আয়শা খানমের বয়স ১১ এর কম হওয়ায় তার ভর্তির আবেদন গ্রহণ করা হয়নি।

আবেদনকারীর আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা দ্য ডেইলি স্টারকে বলেন, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, জন্ম তারিখ ২০১০ সালের ১ জানুয়ারির পরে হলে শিক্ষার্থীরা ১১ বছর বয়সের নিচে থাকলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আরও দুটি বিজ্ঞপ্তি অনুযায়ী, অষ্টম ও দশম শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম বয়স যথাক্রমে ১২ ও ১৪ বছর।

আইনজীবী জানান, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ বছর বয়সে যে সব শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে, অষ্টম ও দশম শ্রেণিতে ভর্তির সময় তাদের বয়স বেশি থাকবে এবং এতে বয়সের বৈষম্য তৈরি হবে।

আজ আদালতে আইনজীবী অনীক আর হক ও মনজুর এলাহী পরাগ রিট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

5h ago