আরও ১ বছর রেল সচিব থাকছেন সেলিম রেজা

চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন, ২০০৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
Rail_Secretary_29Dec20.jpg
ছবি: সংগৃহীত

চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন, ২০০৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

এতে বলা হয়, মো. সেলিম রেজার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রেল সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে সেলিম রেজার অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রেল ভবনে বিসিএস রেলওয়ে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমার্শিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Comments