রাজধানীতে চলন্ত বাসে একজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে চলন্ত বাসে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশ থেকে অচেতন অবস্থায় দুই রিকশাচালক ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি খুলনার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আকবর গাজীর ছেলে। সঙ্গে থাকা বাসের টিকিটের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
তার ছোটভাই সিরাজুল ইসলাম মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, শফিকুল স্ত্রী ও এক মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকতেন। তিনি সেখানকার একটি তৈরি পোশাক কারখানায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। তবে আজ তিনি কোথায় যাচ্ছিলেন তা জানেন না।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, বিকাল পৌনে ৪টার দিকে দুজন রিকশাচালক তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। রিকশাচালকেরা জানায়, ঢাকা মেডিকেলের নতুন ভবনের বিপরীত পাশের রাস্তায় যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে নামিয়ে তাদের রিকশায় তুলে দেওয়া হয়। পরে বাসটি চলে যায়।
বাচ্চু মিয়া আরও জানান, বাসটি গাবতলীগামী ছিল। তবে রিকশাচালকেরা বাসের নাম বলতে পারেনি। ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে কৌশলে এক রিকশাচালক পালিয়ে যায়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি আব্দুল লোকমান জানান, শফিকুল অজ্ঞান পার্টির খপ্পরে পরে মারা গেছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিকশাচালক মো. ইব্রাহিম জানান, তিনি ঢাকা মেডিকেলের নতুন ভবনের বিপরীত পাশের রাস্তায় রিকশা নিয়ে দাড়িয়ে ছিলেন। তখন একটি বাস থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে তার রিকশায় উঠিয়ে দিয়ে বাসটি চলে যায়। ওই ব্যক্তির কী হয়েছে, তাও বলেনি বাসের লোকজন।
Comments