জানুয়ারিতে বিনে পয়সায় নতুন দলে যোগ দিতে পারবেন কস্তা
বার্সেলোনা থেকে লুইস সুয়ারেজকে দলে টানার পর থেকেই অ্যাতলেতিকো মাদ্রিদে নিজের ভবিষ্যৎ কঠিন হয়ে পড়ে দিয়েগো কস্তার। ক্লাব ছাড়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। অন্যদিকে ক্লাবটিও তাকে পর্যাপ্ত ম্যাচ টাইম দিতে পারছিল না। তাই সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের আগেই কস্তার সঙ্গে চুক্তি বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। শীতের দল বদলে বিনে পয়সায় নতুন দলে যোগ দিতে পারবেন এ স্প্যানিশ তারকা।
অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল আরও ছয় মাস। আগামী গ্রীষ্ম পর্যন্ত। কিন্তু কস্তার ভবিষ্যতের কথা ভেবেই নির্দিষ্ট সময়ের আগেই চুক্তি বাতিল করে দলটি। মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্লাবটি।
বিবৃতিতে তারা লিখেছে, 'দিয়েগো কস্তার সঙ্গে অ্যাতলেতিকো মাদ্রিদের একটি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৩০ জুন, ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। বেশ কিছু দিন থেকে পেশাদার কারণে এ স্ট্রাইকার ক্লাব ছাড়তে চেয়েছেন এবং মঙ্গলবার এ চুক্তি বাতিল করা হয়।... বিগত বছরগুলোতে তার উত্সর্গের জন্য এই ক্লাবটি দিয়েগো কোস্তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পেশাগত জীবনের পরবর্তী পর্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছে।'
২০২০ সালটা ভালো যাচ্ছিল না কস্তার। হার্নিয়ার ইনজুরিতে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। কিছু দিন কোভিড-১৯ পজিটিভও হয়েছিলেন। তার উপর সুয়ারেজ দলে যোগ দেওয়াও খেলার সুযোগও মিলছিল না সে অর্থে। তাই ক্লাবকে তার চুক্তি বাতিলের অনুরোধ জানিয়েছিলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এ স্প্যানিশ তারকা। আর ক্লাবও সাড়া দিয়েছেন তার অনুরোধে।
২০০৭ সালে মাত্র ১৭ বছর বয়সে ব্রাগা থেকে অ্যাতলেতিকোকে যোগ দেন কস্তা। তবে দুই মৌসুম থাকলেও তখন দলটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ধারে ব্রাগা, সেল্টা ও আলবাসেতের হয়ে খেলেন। পরে যোগ দেন রিয়াল ভায়াদলিদে। সেখানে এক মৌসুম কাটানোর পর ফের ফিরে আসেন অ্যাতলেতিকোতে। এবার চার বছর কাটান ক্লাবটিতে। মাঝে অবশ্য কিছু দিন ধারে খেলেন রায়ো ভায়াকানোতে। পরে চেলসিতে যোগ দেন তিনি। ২০১৮ সালে আবার ফিরে আসেন অ্যাতিলেতিকোতে।
সব মিলিয়ে অ্যাতলেতিকোর জার্সিতে ২১৫টি ম্যাচ খেলেছেন কস্তা। এ সময়ে ৮৩টি গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৬টি গোল।
Comments