হৃদরোগে আক্রান্ত অভিনেতা আমির সিরাজীকে ঢাকায় আনা হচ্ছে
হৃদরোগে আক্রান্ত অভিনেতা মুক্তিযোদ্ধা আমির সিরাজীকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তার বড় মেয়ে নুরজাহান সিরাজী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন আমির সিরাজী। সেখানেই গতকাল রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।
নুরজাহান বলেন, ‘আব্বার শরীর খারাপ হয় দুইদিন আগে। প্রথমে খুব একটা সিরিয়াস কিছু ছিল না, তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তাই গফরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা খুবই গুরুতর। ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’
আমির সিরাজী ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ছয়শ সিনেমায় অভিনয় করেছেন। ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি।
তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এখনও তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।
Comments