ক্র্যাবের সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন দ্য ডেইলি স্টারের ২ সাংবাদিক

Jamil and Rafi.jpg
জামিল খান ও রাফিউল ইসলাম। ছবি: সংগৃহীত

চলতি বছরের সেরা প্রতিবেদন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। দ্য ডেইলি স্টারের দুই প্রতিবেদক এ পুরস্কার পেয়েছেন।

মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দ্য ডেইলি স্টারের জামিল খান ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য রাফিউল ইসলাম এই পুরস্কার পান।

এ ছাড়াও, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য শেয়ার বিজের আয়নাল হোসেন ও যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ ও ইমতিয়াজ মোমিন সনি (যৌথভাবে), মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ, নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদনের জন্য ৭১ টেলিভিশনের নাদিয়া শারমিন ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য এনটিভি’র সফিক শাহীনকে পুরস্কৃত করা হয়।

ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার জানানো হয়, এ বছর প্রিন্ট ও অনলাইনের জন্য চারটি এবং টেলিভিশন ও রেডিওর জন্য চারটি পুরস্কার দেওয়া হয়। প্রত্যেকে পুরস্কারস্বরূপ ৩০ হাজার করে টাকা পাবেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago