দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

west indies
ছবি: উইন্ডিজ ক্রিকেট টুইটার

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন  জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, শেমরন হেটমায়ার, রোস্টন চেজসহ ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির দশ ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করনেই দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

ক্যারিবিয়ানদের নিয়মিত টেস্ট অধিনায়ক হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক পোলার্ড, সহ অধিনায়ক রোস্টন চেজ বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতিতে উদ্বিগ্ন। এই ঝুঁকিতেই সফর করছেন না তারা। একই কারনে নাম প্রত্যাহার করেছেন ড্যারেন ব্র্যাভো, শামারাহ ব্রোকস, শেলডন কোটরেল, এভিন লুইস, শেই হোপ, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরানের মতো তারকারা। 

ব্যক্তিগত কারণে আসছে না অলরাউন্ডার ফ্যাবিয়েন অ্যালান ও কিপার ব্যাটসম্যান শন ডওরিচ। 

এতজন শীর্ষ ক্রিকেটারের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ দলে তাই নতুনের ছড়াছড়ি। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে করা হয়েছে টেস্ট দলের অধিনায়ক। যিনি বাংলাদেশে আগের সফরেও হোল্ডারের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন। 

ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে থাকছেন জেসন মোহাম্মদ। ২০ জানুয়ারি ওয়ানডে দিয়েই শুরু হবে দুদলের সিরিজ। 

টেস্ট স্কোয়াড:  ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, নিকরুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কনওয়েল, জশুয়া দি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেন হজ, আলজেরি জোসেফ, কাইল মায়ার, শ্যাইন মোসেলি, ভেরেসামি পারমেল, কেমার রোচ, রায়মন রেইফার, জোমেল ওয়ারিকন। 

ওয়ানডে স্কোয়াড:  জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল আম্রিস, নিকরুমাহ বোনার, জোশুয়া দি সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজেরি জোসেফ, কাইল মায়ারস, আন্দ্রে ম্যাকার্থি, কির্জন ওটি, রোভমান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র। 

 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago