আ. লীগ নেতার ইটভাটায় ৩ শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৭
বান্দরবানে ইটভাটা মালিক আওয়ামী লীগ নেতার কাছে মজুরি চাওয়ায় তিন শ্রমিককে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গত রোববার রাতে ‘এফ বি এম ব্রিক ফিল্ডে’ এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইটভাটার মালিক ও বান্দরবান পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিলনকে প্রধান আসামি করে আজ মঙ্গলবার বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। মামলায় আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে মজুরি চাইতে গেলে মিলনের নির্দেশে বাকি আসামিরা ইটভাটা শ্রমিক মো. আবুল কালাম, মো. রিয়াজ এবং মো. রুবেলকে অমানুষিক নির্যাতনের পর শিকল দিয়ে বেঁধে রাখে। পরে শ্রমিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, ‘প্রধান আসামি মিলনসহ পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
তবে মিলন দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা।’
Comments