‘এই সরকার ও নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএমে কারচুপির অনেক সুযোগ আছে। ইভিএমে যে প্রোগ্রাম ঠিক করে দেওয়া হবে, সে অনুযায়ী ফলাফল আসবে।
Mirza Fakhrul.jpg
ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে প্রথম ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএমে কারচুপির অনেক সুযোগ আছে। ইভিএমে যে প্রোগ্রাম ঠিক করে দেওয়া হবে, সে অনুযায়ী ফলাফল আসবে।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে প্রথম ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের ফলাফল নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নির্বাচনই হয়নি, মূল্যায়ন আবার কীসের। এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনই কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি।’

আপনার মতে ফলাফল কি পূর্ব নির্ধারিত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু পূর্ব নির্ধারিত বটেই, কিছু ইভিএমের কারসাজি। আমরা ইভিএম নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছি। ইভিএমে কারচুপির অনেক সুযোগ আছে। ইভিএমে যে প্রোগ্রাম ঠিক করে দেওয়া হবে, সে অনুযায়ী ফলাফল আসবে।’

তিনি বলেন, ‘আমাদের বিকল্প প্রস্তাব একটাই। জনগণের একটা সরকার চাই। নিরপেক্ষ একটা সরকার চাই নির্বাচনের সময়। আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই এবং ইভিএম বাতিল করে দিয়ে ব্যালট বাক্স চাই। আগে যেভাবে ভোট দেওয়া হতো সেই ব্যবস্থা চাই। কারণ আমাদের দেশের মানুষ এখনও বুঝতেই পারেনি ইভিএম কী?’

‘সেজন্য আগে ভোটারকে প্রশিক্ষণ দিতে হবে। আজকে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, ভারত ইভিএমের বিরুদ্ধে কথা বলছে। এই মেশিন কখনই সঠিক ফলাফল দেয় না। যখন নিজের হাত দিয়ে ব্যালট পেপারে চিহ্ন দিয়ে ভোট দেওয়া হয়, তখন সেটা সঠিক হয়’, বলেন তিনি।

৮০ শতাংশ ভোটার পৌর নির্বাচনে ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই যে বলা হচ্ছে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, এটা সম্পূর্ণ ভুয়া। কারণ নির্বাচন কমিশনটাই ভুয়া। এটা আমি বলছি না, এটা বিশিষ্ট নাগরিকরা বলছেন এবং দেশের মানুষ বলছে। সুতরাং তাদের বিষয়ে প্রশ্ন করা যুক্তিসংগত নয়, কিছুটা অপমানজনকও বটে।’

‘নির্বাচন কমিশন বলেন আর সরকারই বলেন, এগুলো এখন বেসামরিক আমলা অথবা সামরিক আমলা। তারাই সিদ্ধান্ত নেয় এবং তারাই চালায়। দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিবিদদের এখন আর কোনো জায়গা নেই। রাজনীতিবিদরা এখন পেছনে পড়ে গেছে’, বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনে এটাই সবচেয়ে বিপদ। রাজনীতিবিদরা পেছনে চলে যায় এবং আমলাদের তুষ্ট করে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হয়। সেই আইয়ুব খানের আমল, এরশাদের আমলেও তাই হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের আমলেও সেটাই হচ্ছে।’

‘যে আওয়ামী লীগ জনগণের দল ছিল, যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বের ভূমিকা পালন করেছিল বলে দাবি করে, সেই আওয়ামী লীগ আজ পুরোপুরি একটা কর্তৃত্ববাদী দলে পরিণত হয়েছে, জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে এবং লুটপাটের দলে পরিণত হয়েছে’, যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কখনোই কোনো সরকার পরিবর্তন হয় না। কিন্তু, সেখানেও আওয়ামী লীগ সরকার শক্তি প্রয়োগ করেছে।’

২০২০ সালে বিএনপির অর্জন ও ২০২১ সালের চ্যালেঞ্জ কী? এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘২০২০ সাল শুধু বিএনপি নয়, সারাবিশ্বে মানবজাতির জন্য সবচেয়ে খারাপ বছর। সারাবিশ্বে কোটি মানুষ বেকার হয়েছে, তাদের জীবিকা হারিয়েছে, লাখ লাখ মানুষ তাদের প্রাণ হারিয়েছে। গোটা মানব সভ্যতার একটা পরিবর্তন হয়েছে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের এই পরিস্থিতিতে বাংলাদেশে কয়েকটা বিষয় পরিষ্কার হয়েছে। তার মধ্যে একটি হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর। এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।’

‘এ বছরই সরকারের কর্তৃত্ববাদের চেহারাটা প্রচণ্ডভাবে সামনে এসেছে’, বলেন তিনি।

‘ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এ বছর ধর্ষণ ও দুর্নীতি বেড়েছে। জনগণের অধিকার হরণও সবচেয়ে বেশি হয়েছে। ২০২০ সালে আমরা ভালো কিছু দিতে পেরেছি বা দিয়েছি বলতে পারি না। তবে, আশা করতে পারি যে ২০২১ সালে অন্তত জনগণের অধিকার ফিরে পাব। সেইসঙ্গে প্রত্যাশা করব জনগণ তাদের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হবে’, বলেন তিনি।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীন, সহ-সভাপতি নুর ই শাহদাৎ, আল মামুন আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

How Hasina’s flight was kept off radar

Zgitalyma Islam and Partha Pratim Bhattacharjee.When the air force transporter plane carrying Sheikh Hasina left Dhaka on August 5, it took off as a training flight and turned off its transponders to blur its flightpath and location..The transponders, which transmit location, heading

3h ago