অবশেষে বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি
দেশজুড়ে করোনা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির আট মাস পরে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংসদ সচিবালয়।
বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশের সার্বিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমে সমালোচনার কারণে এই বৈঠক আহ্বান করা হয়েছে।’
মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পরে সংসদীয় কমিটির কোনো ভূমিকা চোখে পড়েনি। গত নয় মাসে কমিটি একটি বৈঠকও করেনি। স্বাস্থ্য খাতে অনিয়ম, করোনার নতুন স্ট্রেইন ধরা পড়ার পরেও নড়ে চড়ে বসতে দেখা যায়নি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে কমিটি গঠনের পর থেকে মাত্র ছয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী, সংসদীয় কমিটি প্রতি মাসে অন্তত একটি বৈঠক করবে।
সংসদে উত্থাপিত বিল যাচাই, মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তদারকি, অনিয়মের বিষয়ে তদন্ত এবং সুপারিশ করার জন্য ৩৯টি সংসদীয় কমিটি রয়েছে।
কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম গত ২০ ডিসেম্বর বলেছিলেন, করোনা সংক্রমণের কারণে সারা দেশে লকডাউন ঘোষণা করায় বৈঠক করা সম্ভব হয়নি।
Comments