রাজশাহীতে ২ ‘জঙ্গি’ আটক
রাজশাহীর মতিহার এলাকা থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি–বি) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে ৬টার দিকে মতিহার খড়খড়ি বাজারের পাশে থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন— মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও মো. আব্দুল আজিজ ওরফে নোমান (২৩)। ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা থানার পুরন্দরপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। নোমানের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বসুরহাট এলাকায়। তার বাবার নাম আবদুল হালিম।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদুস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা হুজি নেতা মুফতি হান্নানের অন্যমত সহযোগী। কাশিমপুর কারাগারে বন্দি আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় তারা সংগঠন পুনর্গঠনের কাজ করছিলেন। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার জঙ্গি পালিয়ে গেছে। তাদের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। আটক জঙ্গিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments