আবারও ইনজুরিতে কৌতিনহো

দুঃসময় কাটিয়ে উঠতে পারছে না বার্সেলোনা। আগের ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল এইবারের কাছে হোঁচট খেয়ে বছর শেষ করেছে দলটি। তার উপর শুনতে হয়েছে আরও একটি দুঃসংবাদ। ফের ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম ভরসা ফিলিপ কৌতিনহো।
এইবারের বিপক্ষে ১-১ গোল ড্র করা ম্যাচে আগের দিন মূল একাদশে ছিলেন না কৌতিনহো। দ্বিতীয়ার্ধে মিরালেম পিয়ানিচের জায়গায় বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি। বাঁ হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। আগেই পাঁচ খেলোয়াড় বদল করে ফেলায় তাই শেষ দিকে ১০ খেলোয়াড় নিয়ে খেলতে হয় কাতালানদের।
তবে কৌতিনহোর হাঁটুর ইনজুরি কতোটা গুরুতর তা এখনও জানায়নি ক্লাবটি। তবে কপালে দুশ্চিন্তার ছাপ পড়েছে কোচ রোনাল্ড কোমানের। সংবাদ সম্মেলনে তার ইনজুরি প্রসঙ্গে এ কোচ বলেন, 'তার হাঁটুতে অস্বস্তি রয়েছে। আমাদের কিছু পরীক্ষা করে দেখতে হবে যে সমস্যা কতোটুকু গুরুতর।'
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছিল না কৌতিনহোর। তবে ধারে বায়ার্ন মিউনিখ থেকে ফেরার পর চলতি মৌসুমে অবশ্য দারুণ শুরু করেছিলেন। কিন্তু এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছন্দপতন হয়। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ফিরলেও আবারও ইনজুরিতে পড়লেন এ ব্রাজিলিয়ান তারকা।
আর কৌতিনহোর ইনজুরি নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না। তার উপর দলের অন্যতম প্রধান তারকা জেরার্দ পিকে, তরুণ আনসু ফাতি ও সের্জি রোবার্তো ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন।
Comments