'গোলের জন্য বার্সেলোনার এক হাজার সুযোগ প্রয়োজন'
আবারও হোঁচট। তাও আবার ন্যু ক্যাম্পে। বার্সেলোনার বাজে সময় যেন কাটছেই না। ম্যাচে একচ্ছত্র দাপট দেখিয়েও জয় তুলতে পারছে না তারা। তাই যেন হতাশাই ঝরে দলের তরুণ তারকা জুনিয়র ফিরপোর কণ্ঠে। হাজার সুযোগ পেলেই যেন একটি গোল করতে সমর্থ হয় দলটি।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচের ৫৭তম মিনিটে কিকের গোলে পিছিয়ে পড়ে দলটি। ১০ মিনিট পর বদলী খেলোয়াড় উসমান দেম্বেলের গোলে হার এড়ায় দলটি। অথচ ম্যাচে সহজ জয়ই পেতে পারতো দলটি। শুরুতে পেনাল্টিও পেয়েছিল তারা। তা থেকে এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু লক্ষ্যেই শট নিতে পারেননি মার্টিন ব্র্যাথওয়েট।
অবশ্য ওই পেনাল্টি ছাড়া বল দখলে একচেটিয়া আধিপত্য রাখলেও বিরতির আগে কার্যত তেমন কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। তার উপর দ্বিতীয়ার্ধে শুরুতে নিজেদের ভুলে গোল হজম করে দলটি। এরপর বেশ কিছু সুযোগ পেলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। একটি গোল করলেও দুটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করেন দেম্বেলে।
ম্যাচ শেষে তাই যেন হাহাকার ঝরে ফিরপোর কণ্ঠে, 'গোল করার জন্য আমাদের এক হাজার সুযোগ প্রয়োজন। তাদের (এইবার) ম্যাচে একটি স্পষ্ট সুযোগ ছিল এবং সেখান থেকে গোল করেছিল। এটাই যেন মৌসুমের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ম্যাচগুলো খুব কঠিন হচ্ছে এবং সব কষ্টসাধ্য।'
তবে নিজের পারফরম্যান্সে বেশ খুশী ফিরপো, 'আমি ভালো অনুভব করছি। এটা লক্ষণীয় যখন আপনি প্রায়শই না খেলেন তখন আমি সর্বদা পুরোপুরি অনুশীলনের চেষ্টা করি। যখনই সুযোগ পাই তখনই তার সদ্ব্যবহার করার চেষ্টা করি।'
Comments