ফেনীতে ২৮ লাখ টাকা ছিনতাই, ৯ সপ্তাহ পর গ্রেপ্তার ৩
ফেনীর দাগনভূঁঞায় ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ৯ সপ্তাহ পর তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ওই টাকার মধ্যে ৫০ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী এ তথ্য জানান।
গ্রেপ্তার তিন জন হলেন- বরগুনা জেলার মো. জাকির হোসেন (৩৮), বগুড়ার মো. সবুজ মিয়া (৫০) ও পাবনার মো. ইমরান নাজির (৩৮)।
পুলিশ জানায়, ইসলামী ব্যাংক দাগনভূঁঞা শাখা থেকে এজেন্ট মো. আবু জাফর শাহীন গত ২১ অক্টোবর ২৭ লাখ ৬১ হাজার পাঁচশত টাকা উত্তোলন করে সোনাগাজীর কুঠিরহাট এজেন্ট ব্যাংকিং শাখায় নিয়ে যাচ্ছিলেন। তিনি বেকের বাজার উত্তর আলীপুর পৌঁছালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা তার গতিরোধ করে নিজেদেরকে ডিবি পুলিশ (ভুয়া) পরিচয় দেয়। পরে আবু জাফরকে একটি ব্যক্তিগত গাড়ীতে তুলে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন দয়াপুর এলাকায় নিয়ে যায়। ডাকাতরা তার কাছে সব টাকা নিয়ে তাকে মহাসড়কের পাশে ফেলে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আবু জাফর শাহীন বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের ওপর। নয় সপ্তাহ তদন্তের পর মঙ্গলবার অভিযান চালিয়ে তিন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার, ৫০ হাজার টাকা উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি (ঢাকা মেট্টো-গ-২৮-৬৪২২) জব্দ করা হয়।
ফেনী ডিবি পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান জানান, ডাকাত দল ঢাকাসহ আশেপাশে জেলায় বিভিন্ন ব্যাংকের সামনে অবস্থান করে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাদের ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments