সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২ এর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন গতকাল এ মামলা করার পর আজ বুধবার মহানগর হাকিম আশেক ইমামের আদালত এ আদেশ দেন।
আদালতের পেশকার মো. আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আদালত আগামী ৩১ জানুয়ারির মধ্যে অভিযোগের তদন্ত শেষ করে একটি প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার অপর ছয় আসামি হলেন--ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও মো. ওয়ালিদ।
মামলার নথিতে বলা হয়, আসামিরা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২ এর মূল নকশা লঙ্ঘন করে দোকান তুলে বরাদ্দের ঘোষণা দেন। মামলার অভিযোগকারীসহ ২৭ জনের কাছ থেকে আসামিরা দোকান বরাদ্দের জন্য ২০১৫ সালের ২১ জুন থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৩৪ কোটি ৮৯ লাখ টাকা নেয়।
তবে, এখন মার্কেটের মূল নকশা লঙ্ঘনের জন্য দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে।
Comments